দূর্ঘটনায় সারাদেশে নিহত ১৮, আহত অর্ধশতাধিক

প্রকাশঃ ২০২৩-০৩-২১ - ১৪:৩৪

ইউনিক ডেস্ক : মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ২০ জন নিহত হবার পরেরদিন সোমবার আবারো সড়ক দূর্ঘটনায় সারাদেশে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। নিহতদের মধ্যে বান্দরবানে ৬জন, দিনাজপুরে ৩জন, গোপালগঞ্জ, বগুড়া ও ময়মনসিংহে ২ জন করে, পিরোজপুর, ঢাকা ও কিশোরগঞ্জের ১জন করে রয়েছেন।

॥ বান্দরবান ॥

বান্দরবানের রুমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। সোমবার দুপুর দেড়টার দিকে রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও তারা রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন নারী রুমা অভিমুখে ট্রাকে করে ভিজিডির চাল নিয়ে আসার সময় কমলাবাগান এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের মধ্যে দুইজনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী বলেন, বগালেকে ট্রাক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। এর মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

॥ দিনাজপুর ॥

দিনাজপুরের কাহারোল উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৪২ ), লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮) ও শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান (৩২)। তারা সবাই পিকআপের চালক ও সহকারী বলে জানা গেছে।

॥ গোপালগঞ্জ ॥

গোপালগঞ্জের কাশিয়ানীতে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাটিয়াপাড়া-কালনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারকরফা গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে ইকরাম শেখ (৫৫) ও শংকরপাশা গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে আহাদ শেখ (৪৫)।

কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুইজন যাত্রী নিয়ে মোটরচালিত ভ্যান চালিয়ে ভাটিয়াপাড়া চৌরাস্তার দিকে যাচ্ছিলেন ইকরাম শেখ। এ সময় বিপরীত দিক থেকে আসা শংকরপাশা পুরাতন ফেরিঘাটগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ইকরাম শেখ নিহত হন। আহাদ সরদারকে গুরুতর আহত অবস্থায় কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

॥ বগুড়া ॥

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের জয়পুরপাড়ায় স্কুল বাসের ধাক্কায় ভ্যানচালক আনিছার রহমান (৫২) ও দুপচাঁচিয়া উপজেলায় ট্রাক চাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাদ্দাম হোসেন (৩৬) নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টায় বগুড়া শহরের জয়পুরপাড়ায় নিহত ভ্যানচালক আনিছার রহমান আলু বোঝাই করে অটোভ্যান নিয়ে রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিমে পার হচ্ছিলেন। সে সময় সাতমাথার দিক থেকে আসা স্কুলের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।

অন্যদিকে, বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাদ্দাম হোসেন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনা ঘটে।

॥ ময়মনসিংহ ॥

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বনিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত দুইজনের নাম জানা যায়নি।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শুনেছি নিহত দুইজন কাঠমিস্ত্রির কাজ করতো। তাদের বাড়ি উপজেলার ধানীখোলা ইউনিয়নে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

॥ পিরোজপুর ॥

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাস উল্টে অবিনাশ মিত্র নামে এক আইনজীবী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মিঠাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অবিনাশ মিত্র মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার রাতে দ্রুত গতিতে ইমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী মঠবাড়িয়া পৌর শহরে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ২২ যাত্রী আহত হন। স্থানীয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবিনাশ মিত্র মারা যান।

॥ ঢাকা ॥

রাজধানীর আজিমপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে সানোয়ার হোসেন (২৬) নামের এক যুবক মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ারের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশিয়ায়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মোরশেদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘নিহত সানোয়ারকে হাসপাতালে আনা হলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

॥ কিশোরগঞ্জ॥

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশা চাপায় সাদ মিয়া (৭) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা সড়কের জামাইল জহুরুল উলুম কওমি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সাদ উপজেলার জামাইল গ্রামের মুরাদ মিয়ার ছেলে। সে উপজেলার জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।