বটিয়াঘাটা : মন্ত্রীপরিষদ বিভাগের জেলা ম্যাজিট্রেসি নীতি শাখার সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সভা কক্ষে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ওসি মোঃ মোজাম্মেল হক মামুন, অধ্যক্ষ অমিতেশ দাশ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার রায়, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাম চন্দ্র সাহা, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, প্রকৌশলী মাহামুদ হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান আ’লীগনেতা মনোরঞ্জন মন্ডল, ভ্যাটেনারী সার্জন বঙ্কিম হালদার, মাঃ শিক্ষা কর্মকর্তা নারায়ন মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শামীমা আরা নীপা, নির্বাচন কর্মকর্তা নাছিমা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা সায়েরা আক্তার, যুবউন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রকাশ ঢালী, আনসার ভিডিপি কর্মকর্তা আঃ রউফ, ইউপি চেয়ারম্যান শেখ হাদী উজ-জামান-হাদী, ইউপি চেয়ারম্যান গোলাম হাসান, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, কমিটির গঙ্গারামপুর ইউনিয়ন সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন প্রমূখ। সভায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয় এবং আগামী ৯ ডিসেম্বর শনিবার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ৫জন জয়িতা নারীকে সন্মাননা প্রদান ও র্যালী সহ ব্যাপক কর্মসূচীর সিদ্ধান্ত গৃহিত হয়।