দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই- প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান

প্রকাশঃ ২০২০-১২-৩০ - ১৯:৪৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, “নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। কুরআন সুন্নাহর পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটাতে ইংরেজি, বিজ্ঞান ও আইসিটি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।” বুধবার বেলা ১১টায় খুলনার ফুলতলার এমসিএসকে রোড সংলগ্ন আল হেরা আদর্শ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরষ্কার বিতরণ ও হিফয্ বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আঃ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি পিসি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ কামরুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভুঁইয়া শিপলু, অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ রেজোয়ান আলি। স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার সুপার মাওঃ ওয়াহিদুজ্জামান নুমানী। শিক্ষক মাহমুদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মাদ খায়রুল ইসলাম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, মাওঃ আঃ রহমান গাজী, সহকারী অধ্যাপক বিএম তৈয়্যেবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, মাওঃ মাসুম বিল্লাহ, আঃ রুহুল কুদ্দুস লষ্কর, প্রভাষক মাজহারুল ইসলাম, খায়রুজ্জামান সরদার, হাফেজ আঃ সালাম, মুফতী মাসুম বিল্লাহ রহমানী, আলহাজ্ব তাজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা গাজী, মোঃ সোহরাব উদ্দীন গাজী, শিক্ষক হাফেজ মাওঃ হাবিবুল্লাহ, মোঃ রানা হাসান, মোঃ মঈনুদ্দীন গাজী প্রমুখ। পরে প্রধান অতিথি হেফয্ বিভাগ উদ্বোধন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুন্সী আঃ সামাদ।