দেশের একজন প্রতিবন্ধীও সরকারের সহায়তার বাহিরে থাকবেনা

প্রকাশঃ ২০২১-০৯-২৬ - ০০:১৮

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে করোনা পরীক্ষা করানো ও ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত ব্যয় বহুল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা ও টিকা প্রদাণ করছেন, যা বিশ্বে দৃষ্টান্ত। করোনা প্রার্দুভাবের কারণে দেশের অর্থনৈতিক ও উন্নয়নমুলক কর্মকান্ড বিঘিœত হলেও প্রধানমন্ত্রী তার কর্ম দজ্ঞতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের কোন প্রতিবন্ধীই সহায়তার বাহিরে থাকবেনা। প্রতিবন্ধীদের কোঠা ভিত্তিক চাকুরির সুযোগের পাশাপাশি সকল ধরণের সহায়তা প্রদাণ করছেন সরকার। শনিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে কারিতাস আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কারিতাস খুলনাঞ্চলের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিনিধি ও উপকারভোগীদের নিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণমূলক সেবায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকতর উন্নয়ন সাধন প্রকল্পের এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম ও কারিতাস খুলনাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টর প্রধান তাপস সরকার। আরো উপস্থিত ছিলেন সেন্ট পলস ক্যাথলিক গীজার পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল, কারিতাস’র প্রকল্প ইনচার্জ রবিন গোলদার ও চাঁদপাই ইউনিয়ন এনিমেটর মিতা হালদার। অনুষ্ঠানের শেষে কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিবন্ধীদের হাতে গাছের চারা তুলে দেন প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার।