দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়েনি

প্রকাশঃ ২০২০-০৩-২৯ - ১৯:২৮
ঢাকা অফিস : রবিবারও দেশে কারো দেহে করোনা শনাক্ত হয়নি। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।রবিবার, কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে কারও শরীরেই করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখনও ৪৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন। এখনও চিকিৎসাধীন ২৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন  ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন। বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ৬৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ৪১৭ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৫ হাজার ২০৭ জনের অবস্থা শঙ্কটাপন্ন।