দেশে করোনায় নতুন শনাক্ত ৪৯২ : আরও ১০ জনের মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৪-২০ - ১৪:৫৫
ঢাকা অফিস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জন।

এছাড়া, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত নতুন ৪৯২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই প্রাণঘাতী ভাইরাসে মোট শনাক্ত হলেন ২,৯৪৮ জন।

সোমবার (২০শে এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময়, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ২,৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এছাড়া, গত মারা যাওয়া আরও ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। তবে, সুস্থ হয়েছেন আরও ১০ জন ব্যক্তি। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়েছেন।