আজ মঙ্গলবার (৭ই এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভোজ্য লবণের মাসিক চাহিদা প্রায় ৭৫ হাজার মেট্রিক টন। চলতি বছরের ৩ এপ্রিল পর্যন্ত মোট লবণের মজুদ ১০ দশমিক ২ লাখ মেট্রিক টনেরও বেশি।
পাশাপাশি, এতে বলা হয়েছে, দেশজুড়ে বিভিন্ন লবণ সংস্থার ডিলার, পাইকার ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লবণের মজুদ রয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিএসসিআইসি) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০১৯-২০ অর্থবছরে সরকার ১৮.৫০ লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং ইতিমধ্যে ৩রা এপ্রিল পর্যন্ত ১০.৩৪ লক্ষ মেট্রিক টন উৎপাদিত হয়েছে।