দেশ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশঃ ২০২৩-০৪-০২ - ১০:৫৯

ইউনিক ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। দেশের মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশকি মুদ্রা আর্জন করা সম্ভব হচ্ছে।

শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও একান্ত প্রচেষ্টায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। মা ইলিশ ও জাটকা ধরবেন না। এসব মাছই আগামী দিনের সম্পদ। একটি মা ইলিশ একবারে ছয় লাখ মাছ দেয়। ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ব্যাপকভাবে গবেষণা করছে। এখন দেশে সারা বছর বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

বুচা অবশ্যই ‘ন্যায়বিচারের প্রতীক’ হবে : জেলেনস্কি

কিয়েভ (ইউক্রেন), ১ এপ্রিল, ২০২৩ (বাসস ডেস্ক): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুচার ঘটনাকে ‘ন্যায় বিচারের প্রতীকে’ পরিণত করার আহ্বান জানিয়েছেন। শহরটি থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করে নেওয়ার প্রথম বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার তিনি এ আহ্বান জানান।  রাশিয়ান বাহিনীর নির্মমতার শিকার বুচা শহরটি এখন যুদ্ধাপরাধের অভিযোগের সমার্থক হয়ে উঠেছে।

জেলেনস্কি বলেন, ‘বুচাকে ন্যায় বিচারের প্রতীকে পরিণত করতে আমাদেরকে অবশ্যই সবকিছু করতে হবে। আমরা চাই রাশিয়ার প্রত্যেক খুনি, জল্লাদ ও সন্ত্রাসীকে তাদের প্রতিটি অপরাধের জন্য দায়ী করা হোক।’

তিনি আরো বলেন, ‘বুচায় যে নৃশংশতা ঘটেছে, রাশিয়ার সেনাবাহিনীই তা ঘটিয়েছে।’