রবিউল ইসলাম মিটু, যশোর : প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সম্প্রতি যশোরের বাঘারপাড়ার নারিকেল বাড়িয়া বাজারে এক দল দূর্বৃত্ত দৈনিক লোকসমাজ পত্রিকায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোর জেইউজে এর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম. আইউব বলেছেন, পত্রিকায় প্রকাশিত যে কোন ধরনের সংবাদের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বা মহলের ভিন্নমত থাকতেই পারে। এবং তা প্রকাশেরও মাধ্যম আছে। সংক্ষুব্ধ ব্যক্তি সে বিষয়ে প্রতিকার দাবি করে প্রতিবাদলিপি, বিক্ষোভ প্রদর্শন বা আইন আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন। কিন্তু প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে পত্রিকার কপিতে অগ্নিসংযোগ বা পত্রিকার প্রকাশক, সম্পাদক বা সাংবাদিকদের নাম ধরে গালিগালাজ বা পত্রিকায় আগুন দিয়ে উল্লাস প্রকাশ অনভিপ্রেত। যা কারোর কাম্য নয়। এহেন কর্মকান্ড স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।