দৌলতপুরে দিন দুপুরে জুয়েলারী দোকনে ডাকাতি

প্রকাশঃ ২০২৪-১০-২৮ - ২৩:৫৪

দৌলতপুর প্রতিনিধি : নগরীর দৌলতপুরস্থ মহেশ্বরপাশা (কালিবাড়ি বাজার সংলগ্ন) দত্ত জুয়েলার্সে দিন দুপুরে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার পর প্রাইভেট কার যোগে আসা ৪/৫ জন দুর্বৃত্তকারীরা দত্ত জুয়েলার্সের দোকানে হামলা, ভাংচুর চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার পর প্রাইভেটকার যোগে আসা মুখোশধারী ৪/৫ দুর্বৃত্তরা দত্ত জুয়েলার্সের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় তারা জুয়েলার্সের ভেতর ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলে তারা ঘটনাস্থলে ৭/৮টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তা, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই’র কর্মকর্তাগন উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। ডাকাতির ঘটনায় জড়িতদের আটকের জন্য প্রশাসন খুলনার গুরুত্বপূর্ণ স্থান সমূহে চেকপোস্ট বসায় । ওই ধারাবাহিকতায় পুলিশ খান জাহান আলী থানা এলাকার পথের বাজার চেকপোস্ট হতে ডাকাতির কাজে সম্পৃক্ত প্রাইভেটকারটি ও চালককে আটক করে। কালিবাড়ী বাজারের
মুদি মালামাল ব্যবসায়ী বশির জানান, আমি প্রথমে একটি বিকট আওয়াজ শুনতে পায়। ভেবে ছিলাম গাড়ির টায়ার বাস্ট হয়েছে। কিন্তু সামনে এগিয়ে গিয়ে দেখি দত্ত জুয়েলার্সের সামনে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। যখন আমি বিষয়টি উকি মেরে দেখতে যাই তখন দুর্বৃত্তরা আমাকে লক্ষ্য করে একটি বোমা ছুঁড়ে মারে। এরপর দুর্বৃত্তরা তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের গাড়ির উপর ঢিল ছুঁড়ে মারে।
দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে জখম হওয়া গ্যারেজ মালিক রাজা জানান, দত্ত জুয়েলার্সে ৪ জন মুখোশধারী লোক ডোকে। এরপর তারা বের হওয়ার সময় ৭/৮ টি বোমা ফাটায়। একটি বোমা আমার গ্যারেজের টিনের উপর এসে পড়ে। এতে আমি পায়ের পাতায় আঘাত প্রাপ্ত হই। জখম হওয়া আর এক ভুক্তভোগী নাজমুল হাসান জানান,দূর থেকে বিকট শব্দ শুনতে পারি। দ্রুত আমি সামনের দিকে এসে দেখি দত্ত জুয়েলার্সের সামনে একটি প্রাইভেটকার দাঁড়িয়ে আছে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দোকানের ভিতর থেকে মুখোশ পড়া ৪/৫ জন ব্যক্তি বেড়িয়ে এসে পর পর ৭/৮ টি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত জানান, সোমবার দুপুর ১টার পর একটি প্রাইভেটকার আমার দোকানের সামনে এসে দাঁড়ায় গাড়ি থেকে ৪/৫ জন মুখোশধারী ডাকতদল পিস্তল চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে আমার দোকানের মধ্যে ডুকে আনুমানিক ৮০ ভরি স্বর্ণ অলংকার, নগদ ২ লক্ষর অধিক টাকা নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ৭/৮ টি বোমার বিষ্ফোরণ ঘটায়। তাছাড়া আমাকে লক্ষ্যে করে পিস্তল দিয়ে গুলি করে কিন্তু আমার গায়ে লাগেনি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান,দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কালিবাড়ী বাজার সংলগ্ন দত্ত জুয়েলার্সের দোকানে সোমাবার দুপুরের ডাকাতির ঘটনা ঘটেছে জানতে পেরে আমিসহ উর্ধতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যায়। দোকানের মালিক আমাকে জানায় ৪ জন মুখোশধারী তার দোকানের সামনে প্রাইভেটকার রেখে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে দোকানের ভিতর প্রবেশ করে। এ সময় তারা দোকান ভাংচুর, দোকান থেকে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ৭/৮ টি বোমা সাদৃশ্য বস্তুর বিষ্ফোরণ ঘটায়। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত প্রাইভেটকারের চালককে আটক ও ব্যবহারিত প্রাইভারটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত প্রক্রিয়াধীন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলমান।