দৌলতপুরে মেলায় মাদকের আসর : জোনাকি র‌্যাফেল ড্র’র নামে প্রতারণা

প্রকাশঃ ২০১৮-০১-০১ - ১১:৪১

খুলনা : নগরীর দৌলতপুরে মেলার নামে চলছে মাদক ও জুয়ার আসর। কেডিএ’র কল্পতরু মাঠে গত ২১ ডিসেম্বর থেকে এই মেলা শুরু হয়েছে। সেখানে প্রতিদিন রাতে হাউজি, চর্কা, গুটিসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর বসছে। এছাড়া  রোববার থেকে শুরু হয়েছে জোনাকি র‌্যাফেল ড্র। ১০ টাকার বিনিময়ে লাখ টাকার পুরস্কার জেতার আশ্বাস দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র।

অভিযোগ উঠেছে, মেলায় মাদক ও জুয়ার আসর বসলেও এ ব্যাপারে নিস্ক্রিয় দৌলতপুর থানা পুলিশ। উল্টো জুয়ার টাকা ও র‌্যাফেল ড্র পুরস্কার পুলিশি প্রহরায় পৌছে দেওয়া হচ্ছে। তামান্নার রেশ কাটতে না কাটতেই নতুন করে জোনাকি র‌্যাফেল ড্র নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

স্থানীয়রা জানান, সার্কাস ও মেলার জন্য অনুমতি নিয়ে গত ২১ ডিসেম্বর এই মেলা শুরু হয়। কেএমপির পক্ষ থেকে ১৩টি শর্তে এই মেলার অনুমতি দেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিলো মেলায় কোনো ধরনের হাউজি, জুয়া বা র‌্যাফেল ড্র চালানো যাবে না। মাদকদ্রব্যের বিষয়ে ছিলো কঠোর নিষেধাজ্ঞা। কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র।

সরেজমিন কেডিএর কেডিএর কল্পতরু মাঠে গিয়ে দেখা গেছে, মেলাকে কেন্দ্র করে মাদক ও জুয়ার আসর বসেছে সেখানে। দৌলতপুর, খালিশপুরসহ আশপাশের মাদক বেচাকেনার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে মেলা। এছাড়া সন্ধ্যার পরে সেখানে বসছে হাউজি, চর্কা, গুটিসহ বিভিন্ন ধরনের জুয়া। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে, জুয়ায় আসার জন্য ওই এলাকায় মাইকিং হচ্ছে। জোনাকি র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি হচ্ছে পুরো শহরজুড়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিন ৭০/৮০টি ইজিবাইকে করে র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি হচ্ছে। ১০ টাকা মূল্যের লটারির টিকিট বিক্রির প্রথমদিনেই প্রায় ৩০/৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। পুরস্কার দেওয়া হয়েছে সর্বসাকুলে ৫ লাখ টাকার। বাকি টাকা লটারির আয়োজক ও অন্যান্য ব্যক্তিদের পকেটে ঢুকছে।

গত ১০ ডিসেম্বর খুলনা ‘জেলা আইন-শৃঙ্খলা’ এবং ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ’ কমিটির অনুষ্ঠিত মাসিক সভায় মাইকিং করে লটারি, জুয়া এবং এ ধরনের কাজ বন্ধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তবে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী মোঃ সাবিরুল আলম বলেন, পুলিশের অনুমতি নিয়ে তাঁতবস্ত্র মেলার নামে কেডিএ’র কাছে মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছিল। কিছু শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে লটারী বা জুয়া চললে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।

পুলিশের সহযোগিতার অভিযোগ অস্বীকার করে দৌলতপুর থানার ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দৌলতপুর কেডিএ কল্পতরু মাঠে বিজয় মেলা করার জন্য কেএমপি’র নিকট থেকে অনুমতি নিয়েছে ২১ ডিসেম্বর। সেখানে সার্কাস হওয়ার কথা। তবে মাদক বা জুয়ার আসর বসছে কিনা তিনি খোঁজ নিয়ে দেখবেন।