ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধমীর্য় সংখ্যালঘু বলে কিছু নাই। বরং যারা সন্ত্রাস, চাঁদাবাজ, ভুমিদস্যু ও দখলবাজরাই সংখ্যালঘু। গুটি কয়েক সমাজ বিরোধী লোকের কাছে এলাকাবাসী জিম্মী হতে পারেনা। দল মত ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ওদের প্রতিহত করতে হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সভাপতি বিজয় কুমার ঘোষ। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস। পরিষদের সভাপতি গৌরহরি দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রফেসর অচিন্ত কুমার ভৌমিক, শিক্ষক বিশ্বনাথ ঘোষ, সাংবাদিক বিধানদাশ গুপ্ত, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রনব বসু, ডুমুরিয়া পূজা কমিটির সভাপতি গৌরপদ ঢালী, সম্পাদক গোবিন্দ ঘোষ, প্রভাষক গৌতম কুন্ডু, অজয় নন্দী, শুশান্ত বৈরাগী, তুষার সরকার, পবিত্র সাহা, অপূর্ব দত্ত, প্রেমচাঁদ দাস, রিপন বৈরাগী, চিত্তরঞ্জন মন্ডল, বুদ্ধদেব মন্ডল, সত্যজিৎ বিশ্বাস, লিপন মোহন্ত, অরূপ হালদার প্রমুখ।