শরণখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার ১নং ধানসাগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস ইদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) লিংকন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজলাসের উদ্বোধন করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম টিপুর সভাপতিত্বে উদ্বোধন অনষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, ইউপি সদস্য তপু বিশ্বাস, হুমায়ুন করিম সুমন প্রমূখ।