নওয়াপাড়া (যশোর) প্রতিনিধিঃ নওয়াপাড়ার ভৈরব নদ দূষণ ও দখলের প্রতিবাদে এবং পরিবেশ রক্ষার প্রত্যয়ে নৌ অভিযাত্রা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩ কিলোমিটার নৌপথ জলযানে পাড়ি দিয়ে নদের ২ তীরবাসীকে সচেতন করার জন্য মাইকে প্রচার করা হয়। এ সময় বক্তব্য রাখেন, পরিচ্ছন্ন ও নিরাপদ নওয়াপাড়া গড়ি’র আয়োজক উদীচী শিল্পী গোষ্ঠী অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস,সা: সম্পাদক ও বিভার নির্বাহী পরিচালক অধ্যাপক সুকুমার ঘোষ, খুলনার বক্ষব্যাধি হাসপাতালের সি: কনসালট্যান্ট ডা: আতাহার হোসেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি বিশিষ্ট কবি মো: আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রিজিবুল ইসলাম,বিআইডব্লিউটিএ’র সহকারি পরিচালক মাসুদ পারভেজ,নওয়াপাড়া পৌর কাউন্সিলর শিরিণা আক্তার,রেনেসাাঁর সা: সম্পাদক পার্থ প্রতিম সুর,শুভ সাংস্কৃতিক নিকেতনের সভাপতি মো: মোশারফ হোসেন,নারী নেত্রী সুলতানা আরেফা মিতা,নাসিমা বেগম,সাংবাদিক তারিম আহমেদ ইমন,সাইদুল ইসলাম,রুবেল।বক্তারা বলেন, শিল্প ও জৈব বর্জ্য ফেলে ভৈরব দখল ও দূষণ করা হচ্ছে। জলজ প্রাণি যেমন বিলুপ্ত হচ্ছে,তেমনি তীরবাসীসহ বিভিন্ন প্রাণিকূল নানা রোগে আক্রান্ত হচ্ছে। জীবন বিপন্ন ও পরিবেশ বিপর্যস্ত হলেও কারো কোন মাথাব্যথা নেই। আমরা চাই ভৈরব নদকে সুরক্ষার মাধ্যমে নৌপথকে সচল,সুন্দর,পরিচ্ছন্ন,নিরাপদ থাকুক। পরিবেশবাদী সংগঠনগুলি এ কাজে সহায়ক ভূমিকা রাখুক। উল্লেখ্য, সংগঠনটি গত প্রায় ৪ মাস ধরে যশোর খুলনা মহাসড়ক,নওয়াপাড়া বাইপাস সড়ক পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার প্রত্যয়ে মানব বন্ধন,র্যালি,গণসংযোগ,পথসভা, অবৈধ স্থাপনা অপসারণ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথশিশুদের জীবন মানের উন্নয়নে,রেলপথে পাথর নিক্ষেপ বন্ধে কার্যক্রম চালিয়ে আসছে।