অভয়নগর (যশোর) : নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় যশোরের তন্ময় (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টায় নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট মশরহাটি গ্রামে ভাঙ্গাগেট রেল ক্রসিং সংলগ্ন স্থানে ঘটে। প্রত্যক্ষদর্শী ও অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া জানান, যশোর বেজপাড়ার বাবুল নন্দীর ছেলে তন্ময় মশরহাটি গ্রামে বালু ও কয়লা বিক্রির ডিপোর সামনে রেল লাইন পার হওয়ার সময় খুলনাগামী আন্তঃনগর ট্রেনের সাথে ধাক্কা খায়। রক্তাক্ত জখম তন্ময়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।