মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : নওয়াপাড়ায় জনি হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর। জনি হোসেন নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের কলোনিপাড়াস্থ আমির আলী সরদারের ছেলে। সে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে বলে এলাকাবাসীর অভিযোগ। আটকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তার ও তার দল বিকালে কলোনিপাড়ায় মাদক বিরোধী অভিযান শুরু করেন। অভিযানের এক পর্যায়ে জনি হোসেনের দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ী জনিকে সন্ধ্যায় অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে জনি হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে, যার মামলা নং-১১।