নওয়াপাড়া জুট মিলস্ গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশঃ ২০১৭-১১-০১ - ২৩:৩৯

নওয়াপাড়া : শিল্প, বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া জুট মিলস্ লিমিটেড এর ৯নং গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় ৩০ কোটি টাকা মূল্যের পাট পুড়ে ছাই হয়েছে বলে মিল সূত্র দাবি করেছে। তবে আগুনে মিলস্রে কোন শ্রমিকের হতাহতের খবর পাওয়া যায় নি। নওয়াপাড়া, যশোর ও খুলনাসহ ফায়ার সার্ভিসের ৫ টি টিম ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও আগুন পুরোপুরি নেভাতে পারেন নি। আগুন নেভাতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে ফায়ার সার্ভিস সূত্র দাবি করেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া জুট মিলস্ লিমিটেড এর ৯নং গুদামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের সময় ৯ নং গুদাম হতে ধোয়া উড়তে দেখা যায়। সাথে সাথে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা এতো ছিল যে তারা নিয়ন্ত্রনে বিফল হন। তাদের পক্ষে গুদামের আগুন নিয়ন্ত্রন সম্ভব না হওয়াতে যশোর ও খুলনার বিভিন্ন স্থানের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেন। খবর পেয়ে যশোর ও খুলনার বিভিন্ন স্থানের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৫টি টিম প্রায় ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এডি আব্দুল লতিফ জানান, এখন আগুন নিয়ন্ত্রনে আছে। তবে পুরো আগুন নেভাতে আগামীকাল (আজ) দুপুর হয়ে যাবে। নওয়াপাড়া জুট মিলস্ লিমিটেড এর পিআইসি জানান, ৯নং গুদামে তাদের মিলস্রে সর্বোৎকৃষ্ট মানের পাট মজুদ ছিলো। কিভাবে গুদামটিতে আগুন লাগলো তা তিনি বুঝতে সক্ষম নন। তদন্তে মাধ্যমে গুদামে কিভাবে আগুন লাগলো তা নিশ্চিত করা হবে। গুদামে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার পাট রয়েছে বলে তিনি ধারনা করছেন। গুদামে মালামালের হিসাব বিভাগ সঠিক কত টাকার পাট ছিলো নিশ্চিত করতে পারবেন।