নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা

প্রকাশঃ ২০১৭-১২-২৯ - ১৭:২৮

অভয়নগর (যশোর) : নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে নওয়াপাড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রথম অধিবেশনে পূর্ববর্তী সাধারণ সভার রেজুলেশন অনুমোদন এবং আয়-ব্যয় হিসাব তুলে ধরা হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় আয়-ব্যয় হিসাব তুলে ধরেণ কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী। এ সময় বক্তব্য রাখেন সদস্য হারুন অর রশিদ, এম এম আলাউদ্দিন, এস জেড মাসুদ তাজ, আসাদুল্লাহ আসাদ ও মুজিবর রহমান। দ্বিতীয় অধিবেসনে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। যার সভাপতি হিসেবে আসলাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা ফারুক আহম্মেদ, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মোজাফ্ফর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস জেড মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, তথ্য-প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক সোহাগ খান, নির্বাহী সদস্য এস এম রফিকুল আলম ও সেলিম হোসেন। বিকালে প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রণজিত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি), যশোর জেলা পরিষদের সদস্য শাহ্ মুরাদ আহমেদ, পৌর প্যানেল মেয়র ও বিশিষ্ট শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম ও নওয়াপাড়া নদী বন্দর টার্মিণাল ভবনের উপ সহকারী পরিচালক মাসুদ পারভেজ। এ সময় প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সূধীজনরা উপস্থিত ছিলেন।