অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাব ও দৈনিক নওয়াপাড়ার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহদন্য ৭১ এর গণপরিষদ সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব শাহ্ হাদীউজ্জামানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক এস এম ফারুক আহমেদ, সহ-সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, কোষাধ্যক্ষ ও দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সাহিত্য-প্রকাশনা ও দৈনিক নওয়অপাড়ার মফস্বল বার্তা সম্পাদক এস জেড মাসুদ তাজ, সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইটি সম্পাদক সোহাগ খান, সাবেক সহ-সভাপতি আবিদ হাসান, সাংবাদিক ডিআর আনিস, মো.রিপানুর ইসলাম, জাকির হোসেন হৃদয়, তারিম আহমেদ ইমন সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২০ ফেব্রুয়ারি নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।