বিজ্ঞপ্তি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২২-২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিস খুলনার আয়োজনে অনুষ্ঠিত হলো অনুর্ধ্ব- ১৫ বছর বয়সী কিশোরদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় গিলাতলা আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩০জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী, জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মো. ইউসুফ আলী, ফুটবল কোচ শেখ আশরাফ হোসেন ও ফুটবল কোচ ইতি। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এএফসি এ ও বি ডিপ্লোমাধারি ফুটবল কোচ মো. আশরাফ হোসেন শেখের ত্বত্তাবধানে আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ৩০জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করে। এদের মধ্যে থেকে ৯জন খেলোয়াড়কে ডেভেলাপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্টের খুলনা বিভাগীর দলের ট্রায়েলের জন্য বাছাই করা হয়। খুলনা বিভাগের অন্য ৯ জেলার খেলোযাড়দের সাথে তারা বাছাইতে অংশগ্রহন করবে।