নগরীতে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন

প্রকাশঃ ২০২৩-০৩-২১ - ১৩:৪২

বিজ্ঞপ্তি : ‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ শ্লোগানে জেলা প্রশাসন খুলনা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র যৌথ আয়োজনে নগরীর গোলক মনি শিশু পার্ক চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। সোমবার সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে তথ্যমেলার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন সনাক খুলনার তথ্য ও পরামর্শ ডেস্ক বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শামীমা সুলতানা শীলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন টিআইবির কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন দুদকের বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ। উপস্থিত ছিলেন পরিচালক (উপ সচিব), রপ্তানি উন্নয়ন ব্যুরোর জিনাত আরা আহমেদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।

উল্লেখ্য, তথ্যমেলার প্রথম দিনে তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের তথ্য মেলায় ২২টি সরকারি ও ৬টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।