প্রেস বিজ্ঞপ্তিঃ নগরীর রায়পাড়া রোডস্থ লিটন স্মৃতি সংসদ (সাবেক কস্মস্ একাদশ) এর উদ্যোগে এলাকার অসহায় দরিদ্র চক্ষু রোগে আক্রান্তদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাব প্রাঙ্গণে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
লিটন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহ্াজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক কাউন্সিলর অধ্যাপক রুনু ইকবাল বিথার, সাবেক কাউন্সিলর রুমা খাতুন, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক মো. আশরাফ হোসেন, মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন ও সিএসএস এর পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্ত। চিকিৎসা সেবায় ছিলেন ডা. মাহামুদুল হাসান, সমন্বয়কারী নান্টু গোপাল দে ও সেবিকা এঞ্জেলিকা বৈরাগী।
ক্লাবের সহ-সাধারন সম্পাদক সাব্বির ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সহ-সাধারন সম্পাদক শেখ নাজমুল কবির সাদী, এনামুল হক, আকরাম হোসেন, শহিদুল ইসলাম কালু, খায়রুল আলম বাবলু, জার্জিস উল্লাহ, ফারহাদ নেওয়াজ টিপু, আব্দুস সামাদ কচি, এনামুল হক, ইমরানুল হক চেীধুরী হিমু, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, সমীর কুমার দেব, এম এ জলিল, জয়নুল আবেদিন সাগর, কিংকর দাস, মুকুল দাস, মিজানুর রহমান নাজু, রাজা, কাকন খলিফা, টুলু, পারভেজ, আনোয়ার, এ আর রাজিব, অহিদুল, সুমন, ফয়সাল, সেলিম, শ্যাম পোদ্দার, রাজু, শংকরসহ ক্লাবের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যবৃন্দ।