ইউনিক ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মহানগরী এলাকার মা ও শিশুর পুষ্টির চাহিদা পূরণসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কেসিসি কর্তৃপক্ষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর প্রায় একলক্ষ স্বল্প আয়ের মানুষের জীবনমান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রকল্পভুক্ত শিশুদের পুষ্টির চাহিদা পূরণের জন্য ডিম, দুধ প্রদানসহ দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও স্বল্প আয়ের পরিবারসমূহকে স্বাবলম্বী করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সুবিধার আওতায় মানুষ প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাবিধ সুযোগ সুবিধা পাচ্ছে। ফলে মহানগরী এলাকার স্বল্প আয়ের মানুষেরা নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করছে। সিটি মেয়র মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে নগর পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এর কারিগরি ও আর্থিক সহায়তায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
নগরীতে বসবাসরত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দক্ষ ও কার্যকর পুষ্টি পরিসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পুষ্টি পরিসেবা প্রদানকারী এবং স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং জাতীয় পুষ্টি নির্দেশিকা অনুসরণ করে পুষ্টি পরিসেবার অপরিহার্য প্যাকেজগুলিকে মূলধারায় আনতে সহায়তা করার লক্ষ্যে ২০২১ সালে এ কমিটি গঠন করা হয়। সভায় গৃহীত কর্ম-পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল (বিএনএনসি)’র কনসালট্যান্ট ডা. মো: মহসীন আলী ও ফয়জুল বারী হিমেল, লিড কনসালট্যান্ট ডা. ইকবাল কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা, বিভাগীয় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা তরুণ কুমার মন্ডল, জেলা মৎস্য অফিসের ফিশারিজ এক্সটেনশন অফিসার মিজানুর রহমান, প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।