নগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও খাবার বিতরণ

প্রকাশঃ ২০২৩-০৩-১৯ - ১৪:৪৫

বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শৈশব থেকেই গরীব দুঃখী মানুষদের ভালোবাসতেন, সাহায্য সহযোগীতা করতেন। ছাত্রজীবন থেকে তিনি দেশ ও জনগণ নিয়ে ভাবতেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চেও ভাষণ ও ভাষণ পরবর্তী তাঁর বলিষ্ট নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বাধীনদেশ হিসেবে বিশ্বদরবারে মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাঙালী জাতি একটি স্বাধীন পতাকা ও স্বাধীন দেশ পেয়েছে। তাই বাঙালী জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করবে।

শনিবার দুপুর ২টায় খুলনা রেলস্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জন্মদিনের কেক কাটা ও দোয়া অনুষ্ঠান এবং পথশিশু ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর সভাপতি এম এ নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ জুয়েল এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশে^ আজ আমরা এ সম্মানজনক স্থানে পৌঁছাতে পেরেছি। বিশে^ বাংলাদেশ একটি মডেল হিসেবে উপনীত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান এবং পথশিশু ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের সকল পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য আগামী সিটি কর্পোরেশন ও জাতীয় নিবাচনে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। এজন্য এখন থেকে তৃনমূলপর্যায়ে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, ড. সাঈদুর রহমান, কাজী মো. জাহিদ হোসেন, জামিরুল হুদা জহর, মুন্সি সেলিম হোসেন, জিয়াউল আহসান টিটু, জিয়াউর রহমান জিয়া, আব্দুর রহমান, কামাল হোসেন তোতা, মো. গোলাম মাওলা টিংকু প্রমুখ।