নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৩-২৩ - ২০:০৪

ঢাকা অফিস : নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত। সর্বোমোট ৩৩ জন করোনায় আক্রান্ত। এই ৩৩ জনের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে  ডাক্তার ও নার্স রযেছেন। আইসোলেশনে আছেন ৫১ ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৩ জন। নতুন শনাক্তদের মধ্যে ২ জন ভারত ও বাহরাইন থেকে এসেছেন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে এসব তথ্য জানান রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের- আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জের ৩ জন, গাইবান্ধায় ২ জন, কুমিল্লাতে ১ জন, গাজীপুরে ১ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১৩ জন বিদেশ থেকে ভ্রমণ করে এসেছেন। বাকিরা এঁদের মাধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছেন।

আক্রান্তদের মধ্যো বিদেশ থেকে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে ইতালি থেকে ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে ২ জন, ইউরোপের অন্যান্য দেশ থেকে ২ জন, বাহরাইন থেকে ১ জন, ভারত থেকে ১ জন ও কুয়েত থেকে ১ জন এসেছেন। আক্রান্তদের একজন বাদে সবার অবস্থা স্থিতিশীল।