বিনোদন ডেস্ক : তৌকীর আহমেদ। শুধু অভিনেতা হিসেবে নয়, একজন দক্ষ নির্মাতা হিসেবেও তিনি মিডিয়ায় বেশ খ্যাতি অর্জন করেছেন। বড় পর্দার নির্মাতা হিসেবে তৌকীর আহমেদ এ পর্যন্ত ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’ নামে চারটি ছবি উপহার দিয়েছেন। এর আগে ‘জয়যাত্রা’ ছবির নির্মাতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তার নির্মিত সর্বশেষ ‘অজ্ঞাতনামা’ ছবিটি বিশ্বের বিভিন্ন উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত হচ্ছে। আগামি ১লা ডিসেম্বর তার পরিচালনায় পঞ্চম ছবি ‘হালদা’ মুক্তি পাবে। বর্তমানে এ ছবির প্রচারণার পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছেন তৌকীর আহমেদ। ছবিটিতে জাহিদ হাসান, তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খানসহ আরো অনেকে অভিনয় করেছেন। ‘হালদা’ ছবিটি প্রসঙ্গে জানতে চাইলে তৌকীর আহমেদ মানবজমিনকে বলেন, নদী ও মানুষের জীবনের গল্প ‘হালদা’। আর নদী ও নারীর মধ্যে একটা জায়গায় খুব মিল আছে। আমরা নারীকে নির্যাতন করি, আমরা নদীকেও নির্যাতন করি। নদী ও নারীকে নির্যাতন সইতে হয় আজন্ম। ‘হালদা’ সেই সব গল্পকেই তুলে ধরার চেষ্টা করবে। ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল। এ ছবির মধ্যে গানও আছে, বিনোদনও আছে, মানুষের গল্পও আছে। আবার একটি নদীর কাহিনি আছে। ছবির চরিত্রগুলো নিয়ে কিছু বলুন? তৌকীর আহমেদ বলেন, এ ছবিতে সবাই বেশ পরীক্ষিত অভিনেতা-অভিনেত্রী। মোশাররফ করিমকে এ ছবিতে যেভাবে দর্শক দেখবেন সেভাবে আগে দেখেননি। এখানেও একটা বৈচিত্র্য খুঁজে পাবেন। এ ছাড়া জাহিদ হাসান, তিশা, বাবু, রুনা খান, শাহেদ আলী, মোমেনা চৌধুরীসহ প্রত্যেকে বেশ ভালো অভিনয় করেছেন। আমার মনে হয়, দর্শক তাদের অভিনয় পছন্দ করবেন।