নব নিযুক্ত ভিসি’র প্রস্তাবিত শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন

প্রকাশঃ ২০২১-০৫-০৮ - ১৫:৩০

নিজস্ব প্রতিবেদক:

খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা মৌজায় প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মারুফুল আলম, কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু, খুলনা-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমানসহ ভিসির সফরসঙ্গীবৃন্দ।

এর আগে দুপুর ১২টায় তিনি খুলনায় পৌঁছান। নবাগত ভিসি’র সাথে ছিলেন জনপ্রশাসন মন্ত্রাণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

পরে সার্কিট হাউজে খুলনার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময়ে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদিকুর রহমান ও মারুফুল আলম, সহকারী কমিশনার মো. তকী ফয়সাল তালুকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজের নেতৃত্বে স্বাচিপ ও বিএমএ’র নেতৃবৃন্দ এবং খুলনা-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমান সার্কিট হাউজে নবনিযুক্ত ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময়ে ভিসি ডা. মাহবুবুর রহমান খুলনার জেলা প্রশাসনসহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।