আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ প্রার্থণাকারী নিহত হয়েছে। সোমবার দেশটির রিভার্স রাজ্যে এ ঘটনা ঘটেছে।
নতুন বছরের প্রথম মধ্যরাতে প্রার্থণাসভা শেষ করে এসব প্রার্থণাকারী বাসায় ফিরছিলেন। নিহত এক প্রার্থণাকারীরা আত্মীয় উগোচি অলুগবু বলেন, ‘সোমবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে বন্দুকধারীরা এক দল প্রার্থণাকারীর ওপর গুলি ছোঁড়ে।
নাইজেরিয়া ইনডিপেনডেন্ট নামে স্থানীয় একটি দৈনিক জানিয়েছে, বন্দুকধারীরা আলিগু এলাকার ওবহ ও কিরিগানি নামের দুটি ভিন্ন স্থান থেকে হামলা পরিচালনা করেছে। এটি ছিল সমন্বিত হামলা।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে ১২ জন আহত হলে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।
রাজ্য পুলিশের জনসংযোগ কর্মকর্তা এননামিদি ওমনি বলেছেন, ‘হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে পুলিশ কমিশনার আহমেদ জাকি অভিযান শুরু করেছেন।’