দাকোপ প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যে দাকোপে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে মঙ্গলবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রার প্রকল্প ম্যানেজার আজিজুল হক, এস আই হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রভাষক লিপিকা বৈরাগী, মানবাধিকার কর্মি আঃ সাত্তার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী প্রকল্পের সালমা আকতার, এনজিও প্রতিনিধি রুখসানা পারভীন, জেসমিন আকতার, শিক্ষার্থী আয়শা আকতার, শ্রেয়া অধিকারী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। সভা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।