নানা আয়োজনে দাকোপ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশঃ ২০২২-০৮-২৮ - ০২:২৩

দাকোপ প্রতিনিধিঃ সৃষ্টির শুরুতে প্রতিটি মানুষকে একটি সময় মৃত্যুর স্বাধ গ্রহন করে এ জগত ত্যাগ করতে হয়। কিন্তু মানবতার কল্যানে রেখে যাওয়া অবদানের মাধ্যমে যুগের পর যুগ মানুষ বেঁচে থাকে প্রতিটি মানুষের হ্নদয়ে। বিশ্ব মহামারী করোনায় তেমনি আমরা যেমন দেখেছি আপনজনদের নিষ্ঠুরতা, দেখেছি মানবতার কল্যানে নিবোদিতদের অসাধারণ অনেক উদহারন। আমি বিশ্বাস করি দাকোপ উপজেলা ব্লাড ও অক্সিজেন ব্যাংক তেমনি একটি মানবতাবাদী সংগঠন। যারা মহৎ কাজের মাধ্যমে অনন্তকাল বেঁচে থাকবে মানুষের হ্নদয়ে।
শনিবার বিকালে দাকোপ উপজেলা ব্লাড ও অক্সিজেন ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এ কথা বলেন। অসহায় ছিন্নমূল বিপদগ্রস্থ ও ভাসমান মানুষের সেবায় নিয়োজিত রক্তযোদ্ধা অক্সিজেন যোদ্ধা মানবতার কর্মি ও দাতাদের সম্মানে অনুষ্ঠিত আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম। দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের সাধারণ সম্পাদক জি এম রসুল সানি ও মহিলা সম্পাদক মিনতাজ মিনা গাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি সালেহ উদ্দিন সবুজ, খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, কেএম কবির হোসেন, গঙ্গারামপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদী। বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা মোজাফ্ফার হোসেন, আজগর হোসেন ছাব্বির, ডাঃ সাবিনা পারভীন সাথী, জি এম রেজা, উজ্জল মন্ডল, পাবক মিস্ত্রি, অন্বেষা মজুমদার, শিপন ভূইয়া, অনিমেষ বিশ্বাস। সংগঠনের কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান, মেজবাহ সরদার, জাহাঙ্গীর হোসেন, আল আমিন সানা, মামুন সরদার, নুর ইসলাম, সুরঞ্জন মন্ডল, ক্যামেলিয়া হোসেন মিতু, নাইস হোসাইন, হ্নদয় মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে আজীবন সম্মাননা ক্রেস্ট, সকল উপদেষ্টাদের সম্মাননা ক্রেস্ট, সকল দাতা সদস্য, রক্তযোদ্ধা ও অক্সিজেন যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেওয়ার পাশাপাশি ২৫ জন এতিম হাফেজ শিক্ষার্থীকে পাঞ্জাবী বিতরন, ২৫ পিস পবিত্র কোরআন শরীফ, গীতা ও বাইবেল বিতরন করা হয়।