শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ আকলিমা খাতুন (৪৬) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল-যশোর মহাসড়কে কলাগাছি নামক স্থানে গাড়ী তল্লাশী কালে মাহেন্দ্র (থ্রী-হুইলার) গাড়ী থেকে পালানোর সময় তাকে আটক করা হয়। সে যশোর রায়পাড়ার আব্দুর রহিমের স্ত্রী।
নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, দুপুর ১.৩০টার সময় বেনাপোল-যশোর মহাসড়কে বাসে তল্লাশী কালে মাহেন্দ্র (থ্রী-হুইলার) গাড়ী থেকে পালানোর সময় আকলিমা খাতুন নামে এক মহিলাকে ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় তার গায়ের সাথে বিশেষ কায়দায় পেচিয়ে রাখা ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।