আজগর হোসেন ছাব্বির : দাকোপে নারীর অংশগ্রহন এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে, হেলভেটাস ইন্টার কো-অপারেশনের সহায়তায় ও রূপান্তরের বাস্তবায়নে অপরাজিতা প্রকল্পের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি’র হল রুমে¡ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজা আকতারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কাজী ওয়াহিদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রীনা আকতার,উপজেলা পঃ পঃ সহকারী কপিলদেব রায়। এছাড়া ইউ পি সদস্য দীপ্তি ঢালী, চন্দনা জোয়াদ্দার, কনিকা সরকার সহ অপরাজিতা দানকুমারী,বিউটি রায়, সাবিনা ইয়াসমিন, রুপালী মীর্জা, কুসুম বৈরাগী ও অর্চনা কয়াল অংশগ্রহণ করেন। সভায় অপরাজিতারা কৃষি,স্বাস্থ্য, শিক্ষা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবার মান পর্যবেক্ষণ করে তার প্রতিবেদন উপস্থাপন এবং সেবা কার্যক্রমে অপরাজিতাদের অংশগ্রহণ বিষয়ক আলোচনা ও কর্মপরিকল্পনা করা হয়। সভাটি অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপ্তি রায়ের সঞ্চালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।