বিনোদন ডেস্ক : ঢালিউডে নায়ক বা নায়িকা হিসেবে এরইমধ্যে বেশকিছু নতুন মুখ এসেছে। তবে এরপরেও নির্মাতারা নতুন মেধাবী মুখের সন্ধান প্রতিনিয়ত করছেন। পরিচালক সুজন বড়ুয়ার ‘বান্ধব’ এবং শফিক হাসানের ‘বাহাদুরি’ নামে দুটি ছবিতে নতুন একটি মেয়ে নায়িকা হিসেবে কাজ করেছেন। তার নাম মৌ খান। চলচ্চিত্রে নবাগত হলেও এর আগে টিভি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। মৌ খান জানান, ক্যারিয়ারের শুরুতে পরিচালক সুজন বড়ুয়া এবং দ্বীন মোহাম্মদ মন্টু ভাইসহ অনেক নির্মাতার কয়েকটি নাটকে অভিনয় করেছি।
তবে বর্তমানে চলচ্চিত্রেই কাজ করছি এবং এই মাধ্যমে কাজ করার ইচ্ছেটা বেশি। এরইমধ্যে শফিক হাসান ভাইয়ের ‘বাহাদুরি’ ছবির শুটিং এবং ডাবিং শেষ করেছি। বর্তমানে ‘বান্ধব’-এর ডাবিং চলছে। দুটি ছবির গল্প দুই ধরনের। ‘বাহাদুরি’ ছবিতে জায়েদ খান ও ‘বান্ধব’ ছবিতে সুমিত এবং জয়রাজ দাদার বিপরীতে অভিনয় করেছি। খুব শিগগিরই ছবি দুটি সেন্সরে জমা হবে। আশা করি, দর্শকরা ছবি দুটি পছন্দ করবেন।