নিউইয়র্কের বেশিরভাগ করোনা রোগী বাড়িতে থেকেও আক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৫-০৭ - ১৯:১৪
corona

আন্তর্জাতিক : করোনায় যুক্তরাষ্ট্রে নিয়ইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। আর বেশিরভাগই আক্রান্ত হয়েছেন ঘরের বাইরে বের না হয়েই। তারা কেউই কাজের জন্য বাইরে যাননি বা ভ্রমণে বের হননি এমন তথ্যই দিয়েছেন রাজ্যটির গভর্নর অ্যান্ড্রো কুমো।

মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নিউইয়র্কের ১১৩টি হাসপাতালের ১২শ রোগীর ওপর করা জরিপে দেখা যায় আক্রান্তদের মধ্যে ৬৬ শতাংশই লকডাউনের কারণে বাড়িতেই ছিলেন। যাদের অধিকাংশের বয়স ৫১ এর বেশি, যারা বেকার ও অবসরপ্রাপ্ত। এবং তারা আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। নিউইয়র্কে থাকা আফ্রিকান আমেরিকান ও হিসপানিকরাই করোনায় আক্রান্ত হয়েছে বেশি।

এর আগে, গত ৮ই এপ্রিল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটি গবেষণাতে দেখা যায় করোনায় আক্রান্তদের মধ্যে আফ্রিকান-আমেরিকান এবং বয়স্কদের সংখ্যায় বেশি।