নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন সর্বাত্নক প্রস্তুতি গ্রহন করেছে- খুলনা জেলা প্রশাসক

প্রকাশঃ ২০২১-০৯-১০ - ০১:৩৬

দাকোপ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ট নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্নক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এখানে কেউ যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। আমরা ভোটারদেরকে আশ্বস্থ করতে চাই আপনারা কেন্দ্রে এসে আপনাদের ভোট প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় দাকোপে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থীদের নিয়ে আইন শৃংক্ষলা ও আচারণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এ কথা বলেন। তিনি আচারণ বিধি মেনে সকলকে নির্বাচনী প্রচারনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রচারে ব্যবহার না করার আহবান জানান। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় বিশেষ অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর আহমেদ বলেন কোন প্রার্থীর বিরুদ্ধে পেশী শক্তির ব্যবহারের চেষ্টা করা হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। নির্বাচনী এলাকায় নিয়মিত বাহিনীর পাশাপাশি ষ্টাইকিং ফোর্স মোতায়েন থাকার কথা উল্লেখ করে তিনি বলেন সাদা পোষাকের আইন শৃংক্ষলা বাহিনীর সদস্যরা এখনই মাঠে কাজ করছে। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করেন খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে জেলা প্রশাসক মহোদয় তার উত্তর দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা এবং ৯ ইউনিয়নের সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা অংশ গ্রহন করেন। এর আগে তিনি চালনা কলেজে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠানে গিয়ে তাদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।