নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ষড়যন্ত্রে মেতেছে বিএনপি : শেখ হারুন

প্রকাশঃ ২০২৩-০১-১৬ - ১৩:০৮

ইউনিক ডেস্ক : জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, ভোটে নিশ্চিত পরাজয় জেনে তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অশুভ খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় সকলকে সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকার আহবান জানান। রোববার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। এসময়ে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা, এড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবর রহমান, আক্তারুজ্জামান বাবু এমপি, এড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, এড. অধ্যা. নিমাই চন্দ্র রায়, মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, এড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, ইঞ্জি: প্রেম কুমার মন্ডল, খালেদীন রশীদী সুকর্ণ, জোবায়ের আহম্মেদ খান জবা, এমএ রিয়াজ কচি, এড. নব কুমার চক্রবর্তী, শ্রীমন্ত অধিকারী রাহুল, এড. তারিক হাসান মিন্টু, এড. শাহ আলম, শেখ মো: রকিকুল ইসলাম লাবু, কাজী শামীম আহসান, শেখ রাশেদুল ইসলাম রাসেল, মোজাফফর মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, অধ্যাপক ডা: মো: শেখ শহীদ উল্লাহ্, খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, ননী গোপাল মন্ডল প্রমুখ।

শেখ হারুনুর রশীদ সভা মূলতবি ঘোষণা করেন এবং আগামী ২৫ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় জেলার দলীয় কার্যালয়ে জেলার বর্ধিত ও কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভার তারিখ নির্ধারণ হয়।