নিহতদের দাফনে ২৫ হাজার, আহতদের ৫ হাজার টাকা প্রদান

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১২:৫১

ইউনিক ডেস্ক : মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, দুর্ঘটনায় নিহতদের দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের ফ্রি চিকিৎসাসহ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।