বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এর নায়িকা নূতন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। স্পষ্টবাদী হিসেবে তিনি সর্বজন পরিচিত। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক নিয়ে সমালোচনা করেছেন এই অভিনেত্রী। এরপর থেকে তাকে ফোন করে বিরক্ত করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে নূতন বুধবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন: ‘সস্তা ফাও কাজ আমি করি না। সকাল নাই-দিন নাই-রাত নাই, যারাই অনবরত ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপে বা সরাসরি ফোন দেন, আপা পিকনিক নিয়ে কিছু বলেন- এটা নিয়ে বলেন- সেটা নিয়ে বলেন, ভিডিও নিতে আসবো সময় দেন, তাদের সাফ-সাফ জানায়ে দেই- আমি নূতন, ৫০ বছর চলচ্চিত্র জীবনে কারো বদনাম, হিংসা বা হেয় করে কথা বলে নিজেকে জাহির করার মানুষ আমি না। আমার একটাই লোভ তা হচ্ছে সম্মান।’
কারো বদনাম করে নিজেকে আলোচনায় আনার ইচ্ছে নেই উল্লেখ করে নূতন লিখেছেন: ‘কারো বদনাম করে নিজেকে আলোচনায় আনার সস্তা ইচ্ছা আমার নাই। আমার নতুন করে মানুষকে জানান দেয়ার কিছু নাই যে নায়িকা নূতন আছি এখনো। মারা গেলে আর যাইহোক সারা বাংলাদেশের মানুষ জানবে- সে কাজ আমি করে রেখেছি। সুতরাং কারো বদনাম শোনার জন্য আমাকে ফোন দেবেন না। ভুলেও না। আমি আমার সোনালি সময়েই অনেক কিছু ছেড়ে আসা মানুষ। এই কথায় আপনি রাগ করলে আমার কিছু যায় আসে না।’
‘আমার যা অসঙ্গতি মনে হয় বা হবে তা আমি ফেসবুকেই লিখবো বা লাইভে এসে বলবো।’ উল্লেখ করেছেন এই অভিনেত্রী।