নোবেল মাদকের সিন্ডিকেটে পড়েছে: সালসাবিল

প্রকাশঃ ২০২৩-০৫-২০ - ১৭:৪৯

বিনোদন ডেস্ক : বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ডিবি কার্যালয় থেকে কারাগারে পাঠানো হয়।

এদিকে ডিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। সেখান থেকে বের হয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন সালসাবিল। তিনি বলেন, ‘নোবেলের সঙ্গে যখন আমি সংসার শুরু করি তখন সে খুবই ভালো একজন মানুষ ছিলেন। হুট করে সে একটা চক্রের মধ্যে পড়ে নেশা শুরু করে। তখনই তার আচার-ব্যবহার পরিবর্তন আসে। অন্য এক নোবেলে সে পরিবর্তন হয়। যে এ যাবত যত সমালোচিত কাজ নোবেল করেছে তার সবই নেশাগ্রস্ত হওয়ার পর।’

তিনি আরও বলেন, ‘নোবেলের নেশা গ্রহণের মাত্রা এতটা বেড়ে যায় যে একটা সময় সে আমাকে প্রতি রাতেই মারধর করত। একদিন আমি ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসেও আমাকে মারতে দেখেন। তারা নোবেল তখন জানতে চান আপনি মারছিলেন কেন? নোবেল তাদের উত্তর দেয় আমার মাথা ঠিক থাকে না তাই আমি তাকে মারি।’

সালসাবিল বলেন, ‘নোবেলের পরিবার ও আমার পরিবার মিলে বহুবার চেষ্টা করেছি নোবেলকে ঠিক পথে আনতে কিন্তু পারিনি। সে মাদকের শক্ত একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। সে ইচ্ছে করলেও যারা তাকে মাদক সরবরাহকরে তারা তাকে ছাড়তে দেবে না।’

২০১৯ সালে নোবেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালসাবিল। কিন্তু নোবেলের উচ্ছৃঙ্খলতা ও মাদকাসক্তির কারণে তার থেকে দূরে সরে যান সালসাবিল। সম্পর্কটা ছিল শুধু কাগজ-কলমে। অবশেষে চলতি মাসের শুরুতে নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল।