খুলনা : নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যা র্দুবৃত্তের গুলিতে নিহত। পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি উপজেলার শিলিমপুর গ্রামে নিজ বাসভবনের দোতলার একটি কক্ষে ঘুমিয়েছিলেন। ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে র্দূবৃত্তরা গুলী করে। এসময়ে বাড়ির লোকজন এবং স্থানীয় জনতার ধাওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। নাহিদের পিঠে গুলি বুক দিয়ে বেরিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এসময়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাড়ীর নৈশ প্রহরী ভোরে পাহারা শেষ করে যাওয়ার পরে সন্ত্রাসীরা গুলি চালায়। সানসেট থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা ধারনা করছে। তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য তার পিতা হামিদ হোসেন মোল্যা দীর্ঘদিন তার নিজ নামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার পুত্র নাহিদ হোসেন গত নির্বাচনে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন। নিহত চেয়ারম্যান এর আগে বিএনপি’র নেতা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
https://youtu.be/UB9OrQt89HA