নড়াইলে স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রকাশঃ ২০২৩-০৩-১৩ - ১১:৫৬

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো: এখলাছুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ শেখ ফারুক আহমদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রয়াত এখলাছুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আরাধনা নন্দী, আবুল কালাম আজাদ, টিএম ফেরদৌস ওয়াহিদ, থান্দার রবিউল ইসলাম, মো: ওবায়দুল্লাহ,বিএম শাহ আলম, রেজাউল করিম। বক্তারা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক,লক্ষীপাশার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এখলাছুর রহমানের জীবন আদর্শ ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারন করে বক্তব্য দেন। এ সময় গুনী ব্যক্তিত্ব এখলাছুর রহমানের বড় কন্যা সহকারী অধ্যাপক সোহেলী সাহরিয়া তার পিতার কর্ম ও জীবন চলার পথে ভূলত্রুটি ক্ষমা চেয়ে সবার কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন। পরে কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মনিবুর রহমানের পরিচালনায় কলেজের সমস্ত শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ গত ২৮ ফেব্রুয়ারি বার্ধ্যকজনিত কারনে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় অধ্যক্ষ এখলাছুর রহমান না ফেরার দেশে চলে যান।