নড়াগাতীতে প্রবাসীর বাড়িতে চুরি!

প্রকাশঃ ২০২৩-০৪-০১ - ১০:৪৪

কালিয়া প্রতিনিধি : নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামে প্রবাসী তরিকুল ফকিরের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে যে কোন সময় এ চুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত চোরচক্র তালা ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাবটপসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি বেগম অজ্ঞাত চোরদের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তরিকুল ফকির ওই গ্রামের মৃত নবীর ফকিরের ছেলে।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সুমি বেগম ঘর তালা বদ্ধ করে বাবার বাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন অজ্ঞাত চোরচক্র মধ্য রাতে দালান ঘরের লোহার গেইটের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাবটপ, টেলিভিশন, ৪টি ফ্যান ও রাইচ কুকারসহ বিভিন্ন মালামাল চুরি করে প্রায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় প্রশাসনকে মালামাল উদ্ধারসহ চোরচক্রকে আটক পূর্বক আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী সুমি বেগম।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।