যশোর : সরকার সম্প্রতি দেশের সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের পদোন্নতির জন্য খসড়া তালিকা প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর হলেও সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করায় সরকারকে সাধুবাদ জানিয়ে একই সাথে সরকারি হাইস্কুলের আত্তীকৃত শিক্ষকদেরও পদোন্নতির তালিকা প্রকাশের জোর দাবি জানিয়েছেন, যশোর জেলা আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বাংলাদেশ আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম ফারুক আহমেদ জানান, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি করে হাইস্কুলকে সরকারিকরণ করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সরকারিকরণের পর এসব হাইস্কুলে কর্মরত আত্তীকৃত শিক্ষকরা পদোন্নতি থেকে এখনও বঞ্চিত রয়েছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের এই দেশে সবচেয়ে অবহেলিত আত্তীকৃত শিক্ষকরা। চলতি “মুজিববর্ষে” ১৯৮৩বিধি অনুযায়ী আত্তীকৃত সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের বেসরকারি আমলে কর্মরত চাকুরির অভিজ্ঞতা ৫০%হিসেবে গণনা করে দ্রুত পদোন্নতির দাবি জানানো হয়।