ইউনিক ডেস্ক : পদ্মা সেতু নির্মাণে অর্থবিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী গৃহীত ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ করা হয়েছে। বুধবার গণভবনে আনুষ্ঠানিকভাবে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করেই দেশ এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ দিচ্ছে। জনগণের সমর্থনই এ সরকারের মূল শক্তি।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই কিস্তি পরিশোধের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় অর্থ সচিব ও সেতু সচিবও উপস্থিত ছিলেন।