পরিবেশবান্ধব পদ্ধতিতে রোপা আমন ধানের পোকা দমন

প্রকাশঃ ২০২০-০৭-৩০ - ১৯:২৯

মোঃ আবদুর রহমান : পোকামাকড় রোপা আমন ধানের প্রধান শত্রু। আমন ধানে সাধারণত মাজরা পোকা , বাদামি গাছ ফড়িং, পাতা মোড়ানো পোকা, চুঙ্গী পোকা, সবুজ পাতা ফড়িং, থ্রিপস, লেদা পোকা, গান্ধি পোকা ও শীষ কাটা লেদা পোকার আক্রমণ দেখা যায়। ধানের পোকা-মাকড় দমনে যথেচ্ছভাবে যত্রতত্র মাত্রাহীন পরিমাণে কীটনাশক ব্যবহারে আমাদের জীববৈচিত্র্য ,পরিবেশ, পশুপাখি ও মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলছে। কীটনাশকের এই ক্ষতিকর প্রভাব থেকে রোপা আমন ধান রক্ষা করতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে, যা আমন ধানের জমিতে কীটনাশকের ব্যবহার কমাতে সহায্য করবে।
ধানের বিভিন্ন পরিবেশবান্ধব পোকামাকড় দমন ব্যবস্থাপনা যেমন পার্চিং বা গাছের ডাল পুঁতে দেয়া, আলোক ফাঁদ ব্যবহার, হাত জালের সাহায্যে পোকা সংগ্রহ করা এবং প্রয়োজন অনুসারে সর্বশেষ ব্যবস্থা হিসেবে কীটনাশক প্রয়োগ করা যা ধানের ফলন না কমিয়ে কীটনাশকের ব্যবহার কমাতে সাহায্য করবে।

লেখকঃ উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি অফিস রূপসা, খুলনা।