পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার শিক্ষার্থীদের কেরানা টিকা প্রদান

প্রকাশঃ ২০২২-০৯-০৮ - ২১:৫৫

বিজ্ঞপ্তি : সরকারী নির্দেশনা মোতাবেক খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার ৫-১১বছর (৩৬৪দিন) বয়সের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রথম ডোজ সম্পন্ন হয়েছে। ৮ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সু-শৃঙ্খল ও মনোরম পরিবেশে প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।টিকা গ্রহণের পর কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ও উৎসাহিত করতে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে কেক, চকলেট, বেলুনসহ বিভিন্ন উপঢৌকন প্রদান করা হয়।টিকা প্রদান কাজে নিয়োজিত ছিলেন কেসিসির আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট-২ এর প্যারামেডিক বিভা মন্ডল,লিজা আক্তার মুন্নী,জলিমা খাতুন,রসুলুন নেশা, আইরিন আক্তার,পোর্টাল হেলাল খান।কোভিড-১৯ভ্যাক্সিন প্রদানকালে টিকাকেন্দ্র পরিদর্শন করেন মাদ্রাসার মোতাওয়াল্লি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুনীর আহমেদ, পরিচালক শিক্ষা এস এম আলী ইমাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফিজুর রহমানসহ পরিচালনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান, উপ-সহকারী প্রধান শিক্ষক মাওলানা হেলাল উদ্দিনসহ দায়িত্বরত অন্যান্য সকল বিভাগের শিক্ষক, কর্মচারীবৃন্দ। টিকাদান কার্যক্রম সম্পন্ন করে দায়িত্বরত প্যারিমেডিক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন বিগত দিনের অন্যান্য কেন্দ্রের চেয়ে পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার কেন্দ্রের পরিবেশটা অনেক সুন্দর ও মনোরম পরিবেশ ছিল, এজন্য তারা মাদ্রাসার কতৃপক্ষ কে ধন্যবাদ জানান।