পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা মেধা তালিকায় খুলনা বিভাগে প্রথম

প্রকাশঃ ২০২৩-১২-১১ - ১৭:২২

মাওঃ মুহাঃ ফজলুর রহমানঃ নূরানী তা`লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) কর্তৃক পরিচালিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৩ এ সমগ্র বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে খুলনার পশ্চিম বানিয়াখামার মেইন রোড সংলগ্ন পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার ছাত্রী হাবিবা ইরহা ও ফারিহা জাবিন ইরা। তারা নূরানী তা`লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহন করে ৬০০ নম্বরের মধ্যে যথাক্রমে ৫৯৮ ও ৫৯৭ পেয়ে খুলনা বিভাগে প্রথম, দ্বিতীয় ও সমগ্র বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। তাদের এ ফলাফলে মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অভিভাবকবৃন্দ বলেন মাদরাসার শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। মাদরাসার প্রধান শিক্ষক মাওঃ রফিকুল ইসলাম এ ধারাবাহিক সফলতা ধরে রাখতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।