পাঁজিয়ায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু

প্রকাশঃ ২০১৮-০২-২০ - ১৯:৪৬

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নবম বই আজ ২১ শে ফেব্রুয়ারী বুধবার থেকে তিন দিন ব্যাপী বই মেলা শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে বই মেলার শুভ উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বইমেলা উদযাপন কমিটির সভাপতি পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান, বই মেলায় প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ শাহাজান আহম্মেদ,যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক । আলোচনায় অংশ নেবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার  মেলা উদযাপন কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম।

২২ শে ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সচিবালয় রেপোর্টার্স ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চুকনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হাসেম আলী ফকির ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

২৩ ফেব্রুয়ারী সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা পাবলিক কলেজের ভাইস প্রিন্সিপাল মলিন কুমার বসু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পাংসা সরকারী কলেজের সহকারী অধ্যাপক ড. মনিরুল ইসলাম ও বাগেরহাট সরকারী পিসি কলেজের সহকারী অধ্যাপক এমরান হোসেন।