পাইকগাছায় গ্রাম ডাক্তার বিমলেন্দু নাথের পরলোক গমন

প্রকাশঃ ২০২৩-০৩-১৯ - ১৫:৫২

পাইকগাছা অফিস : পাইকগাছার কাটাখালী বাজারের গ্রাম ডাক্তার ও ঔষধ ব্যবসায়ী বিমলেন্দু নাথ (৭১) পরলোক গমন করেছেন (দিব্যান্ লোকান স্বঃ গচ্ছাতু)। তিনি রবিবার সকাল সাড়ে আটটার দিকে দেবদুয়ারে নিজ বাসভবনে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে পারিবারিক ভাবে জানাগেছে। ধর্মীয় বিধান মতে দুপুরে দেবদুয়ার কৃষ্ণনগর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে ১ স্ত্রী ও ১ পুত্র সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা শাখার ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্য ছিলেন। তাঁর মৃত্যু তে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা কমিটির সদস্যবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিষ্ঠ এ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতির উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গ্রাম ডাক্তার সমিতির উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা ও কেমিষ্ঠ সমিতির উপজেলা সম্পাদক কাজী মিজানুর হোসেন, গ্রাম ডাক্তার সমিতির উপদেষ্ঠা ও কেমিষ্ঠ সমিতির সমন্বয়কারী প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, গ্রাম ডাক্তার সমিতির সহ-সভাপতি শংকর কুমার দেবনাথ ও অজিয়ার রহমান, সহ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল, দপ্তর সম্পাদক জয়দেব কৃষ্ণ রায়, কোষাধ্যক্ষ গোবিন্দ লাল মন্ডল, প্রচার সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় মন্ডল, নিজামুল হক, মানষ কুমার মন্ডল, বাসুদেব রায়, লতিফুর রহমান, ইয়াছিন আলী, নিরাঞ্জন মল্লিক, মনোরঞ্জন রায়, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, পীযুষ কান্তি সানা ও এস এম আব্দুল জব্বার। এছাড়া মোঃ নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ওজিয়ার রহমান, মাহফুজুর রহমান, দীনেশ চন্দ্র মন্ডল সহ অন্যান্য সদস্য বৃন্দ।