পাইকগাছায় দুই শিশুকে ফিরে পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা মা তহমিনার

প্রকাশঃ ২০২৪-১১-০৯ - ১৫:১৮

পাইকগাছা অফিস : পাইকগাছায় কোলের দু শিশুকে ফিরে পেতে প্রসাশন সহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে। কাঁদতে কাঁদতে মা তহমিনা পাগল প্রায়। জানা যায়, পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের শহিদুল গাজীর মেয়ে তাহমিনা পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের ইসহাক গাজীর ছেলে আব্দুস সাত্তারের সহিত ২০০৪ সালে পারিবারিক ভাবে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের পরিবারে দুই ছেলে ও এক কন্যার পিতা মাতা হয়। পারিবারিক কোলহলের কারণে সাত্তার তার স্ত্রী তহমিনা কে সহ তিন সন্তান ফেলে রেখে চলে যায়। উপায়ান্তর না পেয়ে তহমিনা তার স্বামী সাত্তারের বিরুদ্ধে আদালতে মামলা করেন । তহমিনার অসহাত্বের কারণে কোন জায়গা জমি না থাকায় পার্শ্ববর্তী হিতামপুর আশ্রায়ন প্রকল্প সরকার ঘর বরাদ্দ দেয়। সেই ঘরে তহমিনা তার সন্তান নিয়ে বসবাস করেন। সু চতুর সাত্তার কৌশলে স্কুল থেকে তহমিনার কোলের দুই শিশু আয়শা খাতুন (৬) ও ছেলে বিল্লাল (৩) কে চুরি করে নিয়ে যায়। তহমিনা কাঁদতে কাঁদতে এ প্রতিনিধিকে জানান, তার স্বামী সাত্তার খারাপ প্রকৃতির লোক, তার দুই সন্তান কে সে বিক্রি করে দিতে পারে। তাই তার দুই শিশু সন্তানকে ফিরে পেতে প্রসাশন সহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে। আদালতের মামলার বিষয়টি তার আইনজীবী শেখ বারিকুল ইসলাম নিশ্চিত করেন।